কমিশন হলেই শিক্ষাখাতের সব সমাধান হবে, তা ভাবার কারণ নেই: সি আর আবরার

আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৩:০৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৩:০৭:০০ অপরাহ্ন
শিক্ষা কমিশন হলেই শিক্ষাখাতের সকল সমস্যার সমাধান হবে— এমনটি ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

মঙ্গলবার (২৪ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাজেট ২০২৫-২৬: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “শিক্ষা খাতে সমস্যা নেই— এমনটা বলি না। তবে আমাদের সময় ও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকতে হবে।”

দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, “আমি খুব অল্প সময় ধরে দায়িত্বে আছি। সমস্যার গভীরতা এখনও পুরোপুরি অনুধাবন করতে পারিনি। দিনের বড় একটি অংশ চলে যাচ্ছে আগুন নেভাতেই— কোথাও আন্দোলন ঠেকাতে হয়, কোথাও সংকট সামলাতে হয়। যেভাবে উৎসাহ নিয়ে কাজ শুরু করেছিলাম, সেই মতো সময় পাচ্ছি না।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেয়া প্রস্তাবগুলোর বিষয়ে সি আর আবরার বলেন, “নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে ‘লিংকআপ’ বাড়ানো দরকার। নারীদের কারিগরি শিক্ষায় অংশগ্রহণ কম— এই সমস্যা দূর করতে হবে। পাশাপাশি জাতীয় শ্রমবাজারের চাহিদার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয় জরুরি।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv