বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি: রিজভী

আপলোড সময় : ১২-১১-২০২৪ ০১:২১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৪ ০১:২১:০৭ অপরাহ্ন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। তিনি বলেন, অতীতে খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দিয়েছিলেন, আর জিয়াউর রহমান সেই ছবি আবারও টাঙিয়েছিলেন। 

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, "জাতীয় পর্যায়ের ব্যক্তিদের অবদান স্বীকার করতেই হবে। কেউ অপরাধ করলে তার বিচার ইতিহাস ও জনগণ করবে। বিএনপি আওয়ামী লীগের মতো সংকীর্ণ দল নয়। মুজিবের ছবি সরানো উচিৎ হয়নি। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নয়।"

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, "শেখ হাসিনার শাসনামলে বিভাজন সৃষ্টি করা হয়েছে। বিএনপির সঙ্গে যুক্ত থাকার কারণে অনেক ভালো ডাক্তারদের পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের রাজনৈতিক কারণে দীর্ঘদিন একই পদে চাকরি করতে বাধ্য করা হয়েছে।"

রিজভী আরও বলেন, "শেখ হাসিনা কম অত্যাচার করলে তাকে পালাতে হতো না। তিনি জানেন, কাকে গুম করা হয়েছে এবং কার প্রতি অন্যায় করা হয়েছে। অবিচার করলে নিজ দেশে থাকা যাবে না। যারা সচিব-স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, তাদের গণতন্ত্রের জন্য কোনো অবদান নেই। যারা ন্যায্য কথা বলেন, তাদের বিরক্ত করা হয়।"

প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv