অপরাধ যত বড়ই হোক ‌‘মব জাস্টিস’ সমর্থনযোগ্য নয় : রিজভী

আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৫:৫৭:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৫:৫৭:০৬ অপরাহ্ন
অপরাধ যত বড়ই হোক না কেন, উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার ‘মব জাস্টিস’ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “তিনটি একক নাটকীয় নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আছেন। এসব নির্বাচনের সময়ের প্রত্যেক নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ। তবে তারা যত বড় অপরাধীই হোক না কেন, তাদের বিচার হবে আইনের মাধ্যমে, জনতার হাতে নয়।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা।” দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “মব জাস্টিসে জড়িত থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

আদালতে পুলিশের উপস্থিতিতে আসামিদের হেনস্তার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, “ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক তিনজন প্রধান নির্বাচন কমিশনার দায়ী। তবে তাদের বিচারও হতে হবে আইনানুগ প্রক্রিয়াতেই।”

তিনি আরও বলেন, দেশে করোনার সংক্রমণ ও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে, অথচ সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত স্বাস্থ্য খাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ মাহমুদ হোসেন শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv