আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছেন প্রসিকিউটররা এনটিএমসির সাবেক মহাপরিচালক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ নভেম্বর) তিন সদস্যের ট্রাইব্যুনাল, চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এ আদেশ দেন।
গত ১৬ আগস্ট ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় ছয় জন নিহত হওয়ার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়।
জিয়াউল আহসান, সেনাবাহিনীতে দীর্ঘ কর্মজীবনের পর এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৯ সালে র্যাব-২-এর উপ-অধিনায়ক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার পরিচালক হন। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, এনএসআই পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।
শেখ হাসিনা সরকারের পতনের পরদিন, ৬ আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর থেকে তার নামে একাধিক মামলায় গ্রেফতার ও রিমান্ডে নেয়া হয়েছে। এবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
গত ১৬ আগস্ট ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় ছয় জন নিহত হওয়ার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়।
জিয়াউল আহসান, সেনাবাহিনীতে দীর্ঘ কর্মজীবনের পর এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৯ সালে র্যাব-২-এর উপ-অধিনায়ক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার পরিচালক হন। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, এনএসআই পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।
শেখ হাসিনা সরকারের পতনের পরদিন, ৬ আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর থেকে তার নামে একাধিক মামলায় গ্রেফতার ও রিমান্ডে নেয়া হয়েছে। এবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।