নেতানিয়াহু ‘বিশ্বাসঘাতকতা করেছেন’ মনে করেন ট্রাম্প

আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৬:৫৪:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৬:৫৪:২৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ইসরায়েলের হামলার কারণে ক্ষুব্ধ হয়েছেন। তিনি মনে করেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এই হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী তাকে কিছুটা বিশ্বাসঘাতকতা করেছেন।

মঙ্গলবার কাতারভিত্তিক আল জাজিরার প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে অংশ নিতে ইউরোপ যাওয়ার আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইসরায়েলের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও ইরান উভয়েই চুক্তি লঙ্ঘন করেছে, যা তাকে হতাশ করেছে।

আল জাজিরার প্রতিনিধি জানান, ট্রাম্প উভয়পক্ষের ওপরই ক্ষুব্ধ ছিলেন, কিন্তু বিশেষত ইসরায়েলের প্রতি বেশি ক্ষোভ প্রকাশ করেন। তিনি নেতানিয়াহুর আচরণে “ভীষণ বিরক্ত এবং হয়তো বিশ্বাসঘাতকতা অনুভব করছেন” বলেও জানান।

যুদ্ধবিরতি প্রস্তাবে সমর্থন নিশ্চিত করতে সোমবার ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন এবং পরে ইরানকে রাজি করাতে কাতারের সহায়তা নেন।

ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যালে লিখেছেন, “ইসরায়েল, বোমা ফেলা একদম বন্ধ করুন। না হলে এটা যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হবে। এখনই নিজেদের পাইলটদের ফিরিয়ে আনুন।”

গত শনিবার মার্কিন বিমান বাহিনী ইরানের পরমাণু স্থাপনায় বোমাবর্ষণ করে। এর পর ইরান সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ১৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার কয়েক ঘণ্টা পর ট্রাম্প ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv