সঞ্জয়ের হাজার কোটির সম্পত্তি পেলেন না কারিশমা কন্যা

আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৭:০৮:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৭:০৮:০৮ অপরাহ্ন
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে তার ব্যবসায়িক সাম্রাজ্য ও উত্তরাধিকার নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও গুঞ্জন। সঞ্জয়ের আকস্মিক মৃত্যুর পর তার পরিচালিত ব্যবসা কে সামলাবেন—এ প্রশ্ন ঘিরে পরিবার ও কর্পোরেট মহলে তৈরি হয়েছে জটিলতা।

সঞ্জয়ের বাবা একসময় সামলাতেন পরিবারের ব্যবসা। পরবর্তীতে সঞ্জয় নিজ হাতে সেই ব্যবসা নিয়ে যান উচ্চতায়। কিন্তু তার দুই ছেলে এখনও অপ্রাপ্তবয়স্ক, ফলে তাদের পক্ষে এখনই ব্যবসার হাল ধরা সম্ভব নয়। অন্যদিকে, সঞ্জয়ের চার সন্তানের মধ্যে কারিশমা কাপুরের মেয়ে সামাইরা একমাত্র প্রাপ্তবয়স্ক। তাই অনেকেই ধারণা করেছিলেন, সামাইরার হাতেই হয়তো উঠবে ব্যবসার দায়িত্ব। তবে বাস্তব চিত্রটা ভিন্ন।

ভারতীয় গণমাধ্যম জানায়, আপাতত সঞ্জয়ের কোম্পানির দায়িত্ব সামলাচ্ছেন বর্তমান সিইও বিবেক বিক্রম সিংহ। কোম্পানির নিয়ম অনুযায়ী, ডিরেক্টরদের ভোটে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। সেই অনুযায়ী, ২২ জুন সঞ্জয়ের স্মরণসভার পর কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে জেফরি মার্ক ওভারলিকে। একইসঙ্গে, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুরকে করা হয়েছে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর, অর্থাৎ তিনি নীতিনির্ধারণী পর্যায়ে পরামর্শ দেবেন, তবে দৈনন্দিন কাজকর্মে সরাসরি যুক্ত থাকবেন না।

ফলে স্পষ্ট—কারিশমার কন্যা সামাইরার হাতে এখনও যাচ্ছে না সঞ্জয়ের বিপুল সম্পত্তির ভার। এ নিয়েই বলিউড ও ব্যবসায়িক মহলে চলছে নানা আলোচনা ও জল্পনা।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv