জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

আপলোড সময় : ১২-১১-২০২৪ ০২:৪৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৪ ০২:৪৯:২৪ অপরাহ্ন
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য যুব উৎসবে যোগ দিতে সম্মতি জানিয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে জানানো হয়, আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ইউনূস। এ সময় ইউনূস তাকে বাংলাদেশে যুব উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান এবং বিশ্বখ্যাত কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে সহযোগিতা চান।

প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-২৯ এ অংশ নিতে অধ্যাপক ইউনূস বর্তমানে আজারবাইজানে অবস্থান করছেন। তার এই রাষ্ট্রীয় সফর ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv