আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল রোববার

আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৪:১২:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৪:১২:৪১ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানে প্রথম নিহত আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ করেছে প্রসিকিউশন। আগামী রোববার (২৯ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

প্রসিকিউশন সূত্র জানায়, শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

গত বছরের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

ঘটনার এক মাস পর, ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে চলতি বছরের ১৩ জানুয়ারি সাঈদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।

এই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv