সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ

আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৫:০৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৫:০৮:৪৮ অপরাহ্ন
দেশের সব সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বিষয়ক বৈঠকে এই নির্দেশ দেন তিনি।

বৈঠকে জানানো হয়, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে। ভারতে যেখানে ২৪ শতাংশ, পাকিস্তানে ১৭.১৬ শতাংশ ও শ্রীলঙ্কায় ৩৯.৭ শতাংশ বিদ্যুৎ সৌরভিত্তিক, সেখানে বাংলাদেশে এই হার মাত্র ৫.৬ শতাংশ।

২০২৫ সালের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় ২০৩০ সালের মধ্যে মোট চাহিদার ২০ শতাংশ ও ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ৫২৩৮ মেগাওয়াট ক্ষমতার ৫৫টি স্থলভিত্তিক সৌর প্রকল্পের টেন্ডার কার্যক্রম চলমান, যেগুলোর বাস্তবায়নে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগবে।

এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি বলেন, সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালের ছাদে সৌর প্যানেল বসাতে হবে। প্রয়োজনে বেসরকারি বিনিয়োগকারীদের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়নের পরামর্শও দেন তিনি, যেখানে সরকারের পক্ষ থেকে কেবল ছাদ সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, যারা রুফটপ সোলার বসাবে, তারা নিজেদের স্বার্থেই রক্ষণাবেক্ষণ করবে। পাশাপাশি ইতোমধ্যে যারা সৌর প্যানেল বসিয়েছে তাদের অভিজ্ঞতা জানতে হবে, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে যেতে হবে।

এই প্রক্রিয়ায় যেসব প্রতিষ্ঠান রুফটপ সোলার গ্রহণ করবে, তারা বিদ্যুৎ বিল মুক্ত থাকবে এবং ছাদ ব্যবহারের জন্য ভাড়াও পাবে।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv