রিমান্ড শেষে কারাগারে সাবেক সিইসি হাবিবুল আউয়াল

আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৫:০৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৫:০৫:৩৪ অপরাহ্ন
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড শেষে হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান কারাগারে আটক রাখার আবেদন জানান।

এসময় আসামিপক্ষ জামিন ও ডিভিশনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তা বিরোধিতা করে।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ডিবি।

২৬ জুন তাকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

গত ২২ জুন প্রহসনমূলক নির্বাচন আয়োজন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করে বিএনপি।

পরবর্তীতে ২৫ জুন মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন তিনজন সিইসি—কাজী রকিবউদ্দীন আহমদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল—এই মামলার আসামি।

এছাড়াও আসামি করা হয়েছে সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

মামলায় অভিযোগ করা হয়—তিনটি নির্বাচনে গায়েবী মামলা, গুম, খুন, নির্যাতনের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখা হয়।

সংবিধান লঙ্ঘন, আচরণবিধি ভঙ্গ, ভোট ছাড়াই সংসদ সদস্য ঘোষণা—এসব আইনত দণ্ডনীয় অপরাধ বলে মামলায় উল্লেখ করা হয়।

সাক্ষীদের মধ্যে রয়েছেন ভোটকেন্দ্র এলাকার ভোটার, ভোট দিতে বঞ্চিত হওয়া ভোটার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv