উপজেলা পর্যায়ে কোচ নিয়োগের ঘোষণা বিসিবি সভাপতির

আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৬:০৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৬:০৭:১৩ অপরাহ্ন
দেশের ক্রিকেটে ঢাকামুখী হওয়ার দিন শেষ—তৃণমূল থেকেই উঠে আসবে আগামী দিনের ক্রিকেট তারকা। এমন আশাবাদী বার্তা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বরিশালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় কোচ নিয়োগের পরিকল্পনা করছে বিসিবি।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা স্টেডিয়ামে উপস্থিত হন বিসিবি সভাপতি। এই প্রথমবার কোনো বিসিবি প্রধান বরিশালের মাঠে এলেন, তাই ক্রিকেটপ্রেমী, খেলোয়াড় ও সংগঠকদের মাঝে ছিলো উৎসবের আমেজ। তবে দীর্ঘদিন ধরে অবহেলিত বরিশাল স্টেডিয়াম নিয়ে ক্ষোভও উঠে আসে।

বিসিবি সভাপতি বলেন, “শুধু বিভাগ নয়, দেশের প্রতিটি উপজেলাতে ক্রিকেট উন্নয়নে একজন করে কোচ থাকবে। এতে করে প্রতিভাবান খেলোয়াড়দের আর ঢাকায় ছুটে আসার দরকার হবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উপলক্ষে সাত বিভাগে বিশেষ আয়োজন করেছি। তারই অংশ বরিশাল সফর। এই সফরের মাধ্যমেই নতুন একটি তৃণমূলকেন্দ্রিক উদ্যোগের ঘোষণা দিতে চাই।”

স্টেডিয়ামে ভিড় করা ক্ষুদে ক্রিকেটার ও অভিভাবকদের অনেকে অভিযোগ করেন, বরিশালে দীর্ঘদিন জাতীয় বা জেলা পর্যায়ের কোনো লীগ হয়নি। স্টেডিয়াম সংস্কারের অজুহাতে কার্যক্রম বন্ধ রয়েছে বছরের পর বছর।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, সোহাগ গাজী ও ফজলে রাব্বি মাঠ পর্যায়ের সমস্যাগুলো বিসিবি সভাপতির সামনে তুলে ধরেন। তারা বরিশালের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন করে খেলাধুলার জোয়ার গড়ার আহ্বান জানান।

অভিভাবকদের কেউ কেউ জানান, সন্তানদের খেলাধুলায় যুক্ত করেও সুযোগ না পাওয়ায় হতাশ হয়েছেন। তবে বিসিবি সভাপতির প্রতিশ্রুতি তাদের আশার আলো দেখিয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালের ২৬ জুন বাংলাদেশ আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায়। সেই ঐতিহাসিক দিনের রজত জয়ন্তী উদযাপনের অংশ হিসেবেই বরিশালে এই আয়োজন হয়, যেখানে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন বিসিবি সভাপতি এবং তুলে ধরেন তৃণমূলনির্ভর ক্রিকেট গড়ার অঙ্গীকার।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv