ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন

আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৫:৩১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৫:৩১:৫৩ অপরাহ্ন
ল্যান্ডমাইন বিরোধী অটোয়া কনভেনশন থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইউক্রেন। এই বিষয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্টের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক নথিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের সংসদীয় অনুমোদন ও জাতিসংঘকে অবহিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবিত ১৮ দফা নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হওয়ার পর এ আহ্বান জানান তিনি।

রোববার (৩০ জুন) প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “রাশিয়ার শক্তি দুর্বল করতে হলে নিষেধাজ্ঞাকে অগ্রাধিকার দিতে হবে।” এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, জি-সেভেনসহ মিত্র দেশগুলোর সঙ্গে রাশিয়ার ওপর আরও কার্যকর নিষেধাজ্ঞা আরোপে একটি চুক্তিতেও সই করেছেন তিনি।

অন্যদিকে, রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সপ্তাহান্তে প্রায় ৫০০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে অন্তত তিনজন আহত হয়েছেন এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ইউক্রেন একটি এফ-১৬ যুদ্ধবিমান হারিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটি, এবং পাইলটও নিহত হয়েছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv