শেফালি জরিওয়ালার মৃত্যু: পুলিশের সন্দেহের কেন্দ্রে অ্যান্টি-এজিং ড্রাগ ও উপোস

আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৬:০২:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৬:০২:১৯ অপরাহ্ন
৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ আইটেম গার্ল শেফালি জরিওয়ালা। শুক্রবার (২৭ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন তার স্বামী পারাগ ত্যাগী ও আরও দুজন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে তার হঠাৎ মৃত্যুকে ঘিরে বলিউডে শুরু হয়েছে নানা গুঞ্জন। মৃত্যুটি কি স্বাভাবিক, নাকি অন্য কোনো অস্বাভাবিকতা ছিল—সে প্রশ্নের উত্তর খুঁজছে প্রশাসন।

এই ঘটনার তদন্তে পুলিশের সঙ্গে কাজ করছেন পাঁচজন বিশিষ্ট চিকিৎসক। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে রক্তচাপ কমে যাওয়া, হৃদযন্ত্রের জটিলতা অথবা অ্যান্টি-এজিং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া মৃত্যুর কারণ হতে পারে।

হায়দরাবাদের যশোদা সুপার স্পেশালিটি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. ধীরেন্দ্র সিংহানিয়া বলেন, ‘স্টেরয়েড ব্যবহার, অনিদ্রা, অতিরিক্ত ওষুধ গ্রহণ কিংবা হরমোন থেরাপি—এই ধরনের বিষয়গুলোও হঠাৎ মৃত্যুর পেছনে থাকতে পারে। তবে সঠিক কারণ জানতে হলে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করতে হবে।’

পুলিশ জানিয়েছে, সোমবার (৩০ জুন) চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসতে পারে। এরপরই আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, শেফালির মৃত্যুর পেছনে অবহেলা কিংবা অপ্রাকৃতিক কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তার আকস্মিক মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv