৩০০ ফাঁদসহ হরিণ শিকারি দলের উপপ্রধান গ্রেপ্তার

আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৬:২২:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৬:২২:৩৭ অপরাহ্ন
সুন্দরবনে হরিণ শিকারের সময় পাথরঘাটার কুখ্যাত নাসির গ্যাংয়ের উপপ্রধান মো. আরিফুল ইসলাম দুলালকে (৫০) গ্রেপ্তার করেছে বন বিভাগ।

সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের পাশে সুখপাড়া খালের তীরে তাকে হাতেনাতে আটক করে স্মার্ট পেট্রোলিং টিম দুই।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় হরিণ শিকারের ৩০০টি মালা ফাঁদ, একটি ছুরি, একটি করাত, ২০০ গজ পলিথিন, ১১টি খালি প্লাস্টিক বস্তা, দুটি পালিত এবং ১০০ ফুট লম্বা প্লাস্টিক রশি।

বন বিভাগের সূত্রে জানা গেছে, মো. আরিফুল ইসলাম দুলাল বরগুনার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের বাসিন্দা এবং পেশাদার হরিণ শিকারি হিসেবে পরিচিত।

স্মার্ট পেট্রোলিং টিম দুইয়ের টিম লিডার দিলীপ মজুমদার জানান, টহলের সময় দুলালকে হরিণ শিকারের ফাঁদ পাততে দেখে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নাসির গ্যাংয়ের উপপ্রধান হিসেবে পরিচয় দিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুলালকে বন বিভাগের কচিখালী অফিসে হস্তান্তর করা হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv