মেসিকে হারানোর পর তার জার্সি, শর্টস, জুতা সবই নিয়ে গেলেন দেম্বেলে

আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৪২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৪২:০৩ অপরাহ্ন
ফিফা ক্লাব বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। পিএসজির কাছে ৪–০ গোলে বিধ্বস্ত হয়েছে মায়ামি। প্রথমার্ধে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে কিছুটা আলো ছড়িয়েছেন মেসি, যদিও সেটি দলের পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না।

তবে ম্যাচ শেষে দৃশ্যপট পুরোই বদলে যায়। জয়ী দলের খেলোয়াড়রাই যেন ভক্তের মতো ছুটে যান মেসির কাছে। মাঠে গিয়ে মেসির সঙ্গে কুশল বিনিময় করেন পিএসজির গোলরক্ষক দোন্নারুম্মা, কাভারাস্কেইয়া, লুকাস এরনান্দেজ, ভিতিনিয়া, মারকিনিওস, আশরাফ হাকিমিরা। এমনকি ড্রেসিংরুমেও মেসির সঙ্গে দেখা করতে যান তারা।

তবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন উসমান দেম্বেলে। বার্সেলোনার হয়ে দীর্ঘদিন মেসির সতীর্থ ছিলেন তিনি। ম্যাচ শেষে শুধু মেসির ১০ নম্বর জার্সিই নয়, শর্টস ও বুটও সংগ্রহ করেছেন দেম্বেলে। পরে ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন,
‘তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগছে। লিওনেল মেসি সর্বকালের সেরা। আমি আশা করি, তুমি ইন্টার মায়ামিকে নিয়ে ক্লাব বিশ্বকাপে আরও ইতিহাস গড়বে।’

এছাড়া নিজের স্টোরিতেও দেম্বেলে শেয়ার করেছেন মেসির কাছ থেকে নেওয়া জার্সি, বুট ও শর্টসের ছবি। মাঠে হারলেও ভালোবাসা আর সম্মানেই যেন মেসি আজও মধ্যমণি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv