সাবেক মন্ত্রী নুরুজ্জামানের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৫৬:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৫৬:০৩ অপরাহ্ন
আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের নামে থাকা জমি এবং ৬ কোটি ২৬ লাখ ৫০ হাজার ৫০৪ টাকা মূল্যের একটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৩১টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ জুন) ঢাকার মহানগর স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন আদালতে এ সংক্রান্ত আবেদন করেন।

জব্দ হওয়া জমির মধ্যে রয়েছে রাজধানীর পূর্বাঞ্চলের নতুন শহরে ১০ কাঠার একটি প্লট এবং লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ৭ শতাংশ জমি, যার মোট মূল্য ধরা হয়েছে ৩৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।

এছাড়া, নুরুজ্জামানের স্ত্রী হোসনে আরা বেগমের নামে থাকা ১১৬ শতাংশ জমি জব্দ এবং তার ২৫টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবের মোট স্থিতি ৮১ লাখ ৬৫ হাজার ৯৩৭ টাকা।

দুদকের আবেদনে বলা হয়, দায়িত্ব পালনের সময় নুরুজ্জামান আহমেদ ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জন করেছেন এবং সেগুলো গোপনে রূপান্তর বা স্থানান্তর করেছেন। এসব অপরাধের প্রেক্ষিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত ১৩ ফেব্রুয়ারি আদালত নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী হোসনে আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv