মবের সুযোগ নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে পতিত আ. লীগ: জোনায়েদ সাকি

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০২:২৬:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০২:২৬:৫৮ অপরাহ্ন
পরাজিত ফ্যাসিস্টরা বসে না থেকে গণঅভ্যুত্থান ব্যর্থ করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

মঙ্গলবার (১ জুলাই) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাসের পথে হাঁটছে। মব তৈরি করে পতিত আওয়ামী লীগ এখন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। জনগণকে ভয় দেখিয়ে তারা আবার পুরনো ফ্যাসিবাদের ছায়ায় ফিরতে চায়।”

জোনায়েদ সাকি বলেন, “অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু এর জন্য কোনোভাবেই মব সৃষ্টির সুযোগ দেওয়া যায় না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”

এ সময় গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের জুলাই শহীদদের স্মরণে নানা স্লোগান দিতে দেখা যায়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv