ফের পদ্মা সেতুতে দুর্নীতির অনুসন্ধান, নতুন তথ্য দুদকের হাতে

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০২:৩৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০২:৩৪:১৯ অপরাহ্ন
পদ্মা সেতু দুর্নীতি মামলার পুনঃঅনুসন্ধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত হাতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব তথ্য পর্যালোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে কী ভূমিকা পালন করেছেন—তা-সংক্রান্ত উপাত্ত এখন তাদের হাতে রয়েছে।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে মামলাটি পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। গঠন করা হয় একটি উচ্চপর্যায়ের অনুসন্ধান কমিটি।

উল্লেখ্য, ২০১২ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে টানাপড়েনের মধ্যে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে ৭ জনকে আসামি করে মামলা করে দুদক। ওই মামলায় গ্রেপ্তার হন তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।

তবে পরে কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই মামলাটি বন্ধ করে দেয় তৎকালীন দুদক কমিশন, যার নেতৃত্বে ছিলেন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চপ্পু।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর, পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে আবারও অনুসন্ধানে নামে দুদক।

কমিশন সূত্রে জানা গেছে, চলমান অনুসন্ধানের ভিত্তিতে অপরাধের প্রমাণ মিললে আবারও মামলাটি সচল করা হতে পারে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv