যে কারণে পোল্যান্ডে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করবে নরওয়ে

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৫:৫২:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৫:৫২:৫৫ অপরাহ্ন
ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তার অন্যতম প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত পোল্যান্ডের রঝেশোভ-ইয়াসিয়াঙ্কা বিমানবন্দর রক্ষায় এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে নরওয়ে। রোববার (৩০ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

বলা হয়েছে, চলতি বছরের শরৎকালেই এসব যুদ্ধবিমান পোল্যান্ডে মোতায়েন করা হবে। লক্ষ্য—ইউক্রেন সীমান্তের কাছে থাকা এই কৌশলগত বিমানবন্দর সুরক্ষিত রাখা এবং পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষা জোরদার করা।

নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রী তোরে সান্ডভিক বলেন, ‌“এটি একটি গুরুত্বপূর্ণ অবদান। আমরা নিশ্চিত করছি—ইউক্রেনের সহায়তা যেন ঠিকমতো পৌঁছে, যাতে তারা তাদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে পারে।”

রাশিয়ার চলমান আক্রমণ ও প্রতি রাতে রেকর্ডসংখ্যক ড্রোন হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন বিশ্লেষকরা।

রঝেশোভ বিমানবন্দর ইউক্রেন সীমান্ত থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, ইউক্রেনে পাঠানো প্রায় ৯০ শতাংশ পশ্চিমা সামরিক সহায়তা এই বিমানবন্দর দিয়েই সরবরাহ করা হয়। এছাড়া, ইউক্রেনে বিদেশি রাষ্ট্রপ্রধানদের যাতায়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে জার্মানি এ বিমানবন্দর রক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রতিশ্রুতি দেয়। নরওয়ের এ পদক্ষেপ ন্যাটোর আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv