‘আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে’

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৫:৫৯:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৬:০০:৩৮ অপরাহ্ন
নবাগত ঢালিউড নায়িকা রাজ রিপা। অভিনয়ে পা রাখার আগে ছিলেন জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য। খুলনা বিভাগে হয়েছিলেন চ্যাম্পিয়নও। তবে সবকিছু ছাপিয়ে এখন তিনি সিনেমায় নিজের জায়গা পাকাপোক্ত করতে লড়াই করছেন।

প্রথম অভিনয় করেছিলেন ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দহন’ সিনেমায়, একটি ছোট চরিত্রে। চলতি বছরে মুক্তি পাওয়া জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ময়না’ সিনেমাতেই প্রথমবার নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।

রোম্যান্টিক ধাঁচের গল্পে চারজন নায়কের প্রেমে ময়না নামের একটি মেয়ের জড়িয়ে পড়ার কাহিনি নিয়েই সিনেমাটি। তবে কিছু দৃশ্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিশেষ করে, সিনেমার ময়না চরিত্রে তাকে দেখা গেছে বিছানার দৃশ্যে। এই নিয়ে এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানান রাজ রিপা।

প্রশ্ন করা হয়েছিল—‘ময়না’ সিনেমা নিয়ে এত বিতর্ক কেন? উত্তরে রাজ রিপা বলেন, “আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে। হাদিস তাই বলে।”

বেড সিন প্রসঙ্গে বলেন, “এমন একটা সিন যে করতে হবে, ময়নার যে গল্পটা, ময়নার মধ্যে কিন্তু আরও বাজে কিছু সিন ক্রিয়েট করার দরকার ছিল। কিন্তু আমি ডিরেক্টরকে নিষেধ করেছি। বলেছি যে এটা আমি করব না—অসম্ভব।”

তিনি আরও বলেন, “এই ময়না সিনেমাটা দেশের বাইরে বিভিন্ন ফেস্টিভ্যালে, অ্যাওয়ার্ডের জন্যও দেওয়া হয়েছিল। এইজন্য কিছু কিছু সিন ক্রিয়েট করেছে গল্পের জন্যই। হলিউড-বলিউডে গল্প অনুযায়ী কিন্তু একটা ক্যারেক্টার প্লে করে—অশ্লীলতার জায়গাটা আরও অনেক বেশি হয়।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv