পুত্রবধূকে সিনেট নির্বাচনের প্রার্থী করেছেন ট্রাম্প

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০১:৫০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৪:২৮:৫১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট নির্বাচনে নিজের পুত্রবধূ লারা ট্রাম্পকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘লারা নর্থ ক্যারোলাইনায় জন্মেছে, বেড়ে উঠেছে, যদিও পরে ফ্লোরিডায় স্থায়ী হয়েছে তার পরিবার। সে খুব চমৎকার একজন মানুষ, আমি সবসময়ই চাইতাম যে সে পার্লামেন্টে নির্বাচনে প্রার্থিতা করুক। এখন সে নর্থ ক্যারোলাইনায় বসবাস করে না, কিন্তু মানসিকভাবে সে সবসময় নর্থ ক্যারোলাইনার বাসিন্দা।’

২০২৬ সালের মধ্যবর্তী সিনেট নির্বাচনে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লারা। অঙ্গরাজ্যটির রাজনীতিতে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়।

মঙ্গলবার ট্রাম্পের প্রস্তাবিত কর সংস্কার ও অভিবাসন সংক্রান্ত বিল সিনেটে পাস হয়, যেখানে ধনীদের জন্য কর ছাড় এবং দরিদ্রদের স্বাস্থ্যবিমার বাজেট কাটছাঁটের প্রস্তাব ছিল। তবে নর্থ ক্যারোলাইনার বর্তমান সিনেটর থম টিলিস বিলটির বিপক্ষে ভোট দেন, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। সেই কারণে তিনি টিলিসের পরিবর্তে নিজের পুত্রবধূ লারাকে মনোনয়ন দিয়েছেন বলে জানা গেছে।

লারা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী। ফ্লোরিডায় স্থায়ীভাবে বসবাসকারী এই দম্পতি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ন্যাশনাল কমিটির কো-চেয়ার হিসেবে লারার সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি ফক্স নিউজে ‘মাই ভিউ উইথ লারা ট্রাম্প’ নামে একটি সাপ্তাহিক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে যুক্ত রয়েছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv