মুরাদনগরের ঘটনায় জড়িতদের বিচার চাইলেন সাবেক এমপি কায়কোবাদ

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০২:০২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০২:০২:৪৬ অপরাহ্ন
কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু নারীর সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় সমবেদনা জানাতে সরেজমিন পরিদর্শনে যান সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মঙ্গলবার (১ জুলাই) তিনি ঘটনাস্থল পাচকিত্তা বাহারচরে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, “আমি যেমন মুরাদনগরের সন্তান, আপনারাও এই মাটিরই সন্তান। এখানে যেমন আমার অধিকার আছে, তেমন আপনাদেরও অধিকার আছে। ধর্মের ভিত্তিতে কাউকে হেনস্তা করার সুযোগ নেই।”

তিনি অভিযোগ করেন, “ঘটনাটির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ ও এনসিপি ষড়যন্ত্র করে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃত আসামি ছিল আওয়ামী লীগের কর্মী, অথচ ভিন্ন পথে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।”

কায়কোবাদ আরও বলেন, “পুলিশ ও শিশু উপদেষ্টা ষড়যন্ত্র করে ভুক্তভোগীদের আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে যায়। তারা কি চায়? বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। কুমিল্লার নতুন এসপি যোগদানের পর থেকেই পুলিশ দিয়ে বিএনপির বিরুদ্ধে কাজ শুরু হয়েছে।”

তিনি দাবি করেন, “মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীরা সবসময় আমার পাশে ছিল। আমার বিরুদ্ধে মামলা হলে তারাও মানববন্ধন করেছে। আমাদের এই সম্পর্ক নষ্ট করতেই একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে।”

বিদায় বেলায় সাবেক এই মন্ত্রী বলেন, “২৬ জুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। কেউ যেন অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা নিশ্চিত করতে হবে। নারীদের সম্মান করতে হবে। সকল অন্যায়-অনাচার থেকে দূরে থাকতে হবে। আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, সবার সহযোগিতা প্রয়োজন।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv