আমার নাটকের বাজেট সবচেয়ে বেশি: তৌসিফ

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০২:১৩:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০২:১৩:১৯ অপরাহ্ন
ছোট পর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব এবার বড় পর্দায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। র‍্যাম্প মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করা এই অভিনেতা নাটকে নিজের অভিনয় দক্ষতায় দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় নাটক।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তৌসিফ বলেন, ‘আমি সামনে ছবি করতে চাই, বড় কাজ করতে হলে নিজেকে আসতে আসতে তৈরি করতে হবে। যেটা দেখলাম যে আসলে বড় কাজ কীভাবে অনুশীলনে আনবো, সেটার জন্য একটা কাজের পেছনে অনেক দিন সময় দিতে পারলে কাজগুলো অন্যরকম হয়।’

অভিনয়ে সময় বিনিয়োগ বাড়ানো প্রসঙ্গে তিনি জানান, ‘এবার একেকটা নাটকের পেছনে আমার ১৩ থেকে ১৪ দিন সময় লেগেছে। আমার এভারেজ নাটক ৭ থেকে ১০ দিন সময় লাগে।’

নাটকের বাজেট নিয়েও কথা বলেন এই অভিনেতা। তার ভাষায়, ‘আমি আমার কাজের ক্ষেত্রে পরিবর্তনটা আনার চেষ্টা করছি যে একেকটা কাজে অনেক বেশি দিন দিচ্ছি, অনেক শুটিং করতে পারছি, অনেক বেশি ডিটেইল নিয়ে আসতে পারছি। বড়াই করে বলতেই পারি, আমার নাটকের বাজেট সবচেয়ে বেশি।’

প্রসঙ্গত, ২০১৩ সালে রাজিব পরিচালিত ও এয়ারটেল পরিবেশিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তৌসিফের। এরপর থেকে একে একে বহু নাটকে অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv