১৯ বছর পর আবারও পর্দায় আসছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০২:১৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০২:১৬:২৫ অপরাহ্ন
স্টাইল, ক্ষমতা আর কড়া ব্যক্তিত্বে মোড়া এক আইকনিক সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ মুক্তি পেয়েছিল ২০০৬ সালের ৩০ জুন। কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমাতে মেরিল স্ট্রিপের অবিস্মরণীয় অভিনয় যেমন দর্শকের মন জয় করেছিল, তেমনি নজর কেড়েছিলেন তরুণ দুই অভিনেত্রী এমিলি ব্লান্ট ও অ্যান হ্যাথাওয়ে। ছবিটির জন্য মেরিল স্ট্রিপ পেয়েছিলেন অস্কার মনোনয়ন, আর দর্শক পেয়েছিল এক অনন্য নারী নেতৃত্বের গল্প।

ঠিক ১৯ বছর পর এলো সেই সিনেমার সিক্যুয়েলের সুখবর। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’-এর শুটিং শুরু হচ্ছে এ সপ্তাহেই। এই ঘোষণা এসেছে ডিজনি স্টুডিওসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। গতকাল মঙ্গলবার (১ জুলাই) একজোড়া হাই-হিলের ছবি পোস্ট করে জানানো হয়, শিগগিরই শুরু হচ্ছে শুটিং।

প্রথম কিস্তির মতো এবারও ফিরছেন সেই আইকনিক নারী ত্রয়ী—মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও অ্যান হ্যাথাওয়ে। পাশাপাশি থাকছেন স্ট্যানলি টুসি। নতুন করে অভিনেতা কেনেথ ব্রানাগ যোগ দিচ্ছেন এই কাস্টে। তিনি মিরান্ডা প্রিস্টলির (মেরিল স্ট্রিপ) স্বামীর চরিত্রে পর্দায় আসবেন।

খবরটি সামনে আসতেই উচ্ছ্বসিত ভক্তরা। প্রথম ছবির মতো দ্বিতীয় কিস্তিও যে স্টাইল আর নাটকীয়তায় ভরপুর হবে, সে ব্যাপারে আশাবাদী হলিউডপাড়া।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv