আদালত অবমাননা : শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৩:০৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৩:০৯:১০ অপরাহ্ন
দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দণ্ডিত হলেন শেখ হাসিনা। আজ (বুধবার) ট্রাইব্যুনাল আইনে বিচার প্রক্রিয়া ব্যাহত করা, মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দেওয়া হয়েছে দুই মাসের কারাদণ্ড।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহিতুল হক চৌধুরী ও বিচারপতি শফিউল আলম মাহমুদ।

রায়ে বলা হয়, তারা আদালতে আত্মসমর্পণের পর অথবা গ্রেপ্তার হওয়ার দিন থেকেই সাজা কার্যকর হবে। উল্লেখযোগ্যভাবে, দেশের পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এটিই প্রথম সাজার রায় এবং শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া প্রথম আদালতের রায়।

শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন আমির হোসেন। অ্যামিকাস কিউরি হিসেবে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর জোহা।

এর আগে, ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এমন একটি অডিও বক্তব্যকে কেন্দ্র করে শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। তারা ২৫ মে ও পরে ধার্যকৃত তারিখে আদালতে হাজির না হওয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ৩ জুলাই হাজিরার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। নির্দেশ অমান্য করায় এই রায় ঘোষণা করা হয়।

ট্রাইব্যুনালের বিচারকগণ বলেছেন, আদালতের সম্মান রক্ষা ও বিচার কার্যক্রমের পবিত্রতা বজায় রাখতে এই সাজা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv