'বাংলাদেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা করা হবে'

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৫:০৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৫:০৪:১৭ অপরাহ্ন
আসন্ন ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটে পথসভায় তিনি এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, “যারা গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের বিরুদ্ধে বারবার গণ-অভ্যুত্থান তৈরি হবে। ৩ আগস্ট শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা করা হবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।”

কুড়িগ্রামের আঞ্চলিক বৈষম্য তুলে ধরে তিনি বলেন, “এখনো আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু বৈষম্য দূর করতে পারিনি। কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকা। অর্থনৈতিকভাবে বঞ্চিত, অবহেলিত। কর্মসংস্থানের সুযোগ নেই। আঞ্চলিক বৈষম্য দূর করে কুড়িগ্রামের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”

চট্টগ্রামের পটিয়া-তে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রসঙ্গে নাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা পুলিশের সংস্কার চাই। পুলিশ যেন কারো গায়ে হাত না তোলে। তবে শিক্ষার্থীদের অন্যায়ভাবে কেউ আঘাত করলে তার পরিণতি ভালো হবে না।”

তিনি বলেন, “চট্টগ্রামের পটিয়ায় গণ-অভ্যুত্থানের সৈনিকদের ওপর পুলিশ যে হামলা করেছে, তা অত্যন্ত নিন্দনীয়।”

সভায় কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মোজাহিদকে পাশে থাকার ঘোষণা দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “কুড়িগ্রামের মানুষের সেবা ও উন্নয়নের জন্য ড. আতিক মোজাহিদ কাজ করবেন।”

পথসভায় আরও বক্তব্য দেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান মাসুদ, ডা. তাসনিম জারা, ড. আতিক মোজাহিদ এবং কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv