খুনিদের বিচার না হলে সব থানা পটিয়া হয়ে উঠবে: সারজিস

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৫:১৮:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৫:১৮:৫৯ অপরাহ্ন
চট্টগ্রামের পটিয়া থানার সামনে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করার সময় পুলিশের লাঠিচার্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রতিক্রিয়া দিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বুধবার (২ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “ইউনিফর্মধারী হোক কিংবা সিভিল; খুনিদের খুনের বিচার না হলে সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে এবং উঠবে। অন্তর্বর্তীকালীন সরকার, খুনিদের বিচার করতে হবে।”

অন্যদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারে প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করে রেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নিয়ে যানজট সৃষ্টি করেছেন। বুধবার সকাল থেকে তারা থানার গেটের সামনে অবস্থান করছেন।

এর আগের দিন, মঙ্গলবার (১ জুলাই) জুলাই দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন শেষে ছাত্রলীগের ওই কর্মীকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ করে, যার ফলে ১০ জন আহত হন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv