দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের দাবি প্রত্যাখ্যান ভারতের

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০১:৪৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০১:৪৬:৫৫ অপরাহ্ন
দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের হস্তক্ষেপের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে ভারত। ধর্মশালায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট করে বলেন, “দালাই লামার উত্তরসূরি কে হবেন, তা একমাত্র তিনিই সিদ্ধান্ত নেবেন। এতে চীনের কোনো ভূমিকা থাকার প্রশ্নই ওঠে না।”

তিনি বলেন, “দালাই লামার অবস্থান শুধু তিব্বতের জন্য নয়, বিশ্বব্যাপী তার অনুসারীদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উত্তরসূরি নির্বাচন একটি ধর্মীয় প্রক্রিয়া, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।”

দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে ধর্মশালায় আয়োজিত অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে অংশ নেন কিরেন রিজিজু ও জনতা দল (ইউ)-এর নেতা লাল্লন সিং।

এর আগে দালাই লামার দপ্তর জানিয়েছে, ২০১১ সালের ২৪ সেপ্টেম্বর দেওয়া এক ঘোষণায় বলা হয়, ভবিষ্যতে তার উত্তরসূরি নির্বাচন করবে ‘গাদেন ফোডরাং ট্রাস্ট’। এ সিদ্ধান্ত নেবেন প্রতিষ্ঠানটির সদস্যরাই।

অন্যদিকে, চীনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে চীনা আইন ও ঐতিহ্যের অনুসরণ আবশ্যক। তবে ভারতের সাফ জবাব—এই দাবি গ্রহণযোগ্য নয়, এবং বিষয়টি সম্পূর্ণভাবে দালাই লামার ব্যক্তিগত ও ধর্মীয় অধিকার।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv