
দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। মাত্র মাসখানেক আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন তিনি। এখন সেই বিয়ের ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে, আর ভক্তরা ভেঙে পড়েছেন চরম শোক আর disbelief-এ।
স্কাই স্পোর্টস, মার্কা, ও বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, স্পেনের জামোরা প্রদেশে এ–৫২ মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ২৮ বছর বয়সী জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা। স্পেনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও স্থানীয় দমকল বিভাগ নিশ্চিত করেছে—গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
জোতার ভাই আন্দ্রেও ছিলেন পেশাদার ফুটবলার। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন তিনি। বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।
২০১৪ সালে পাকোস দে ফেরেইরায় পেশাদার ক্যারিয়ার শুরু করে, আতলেতিকো মাদ্রিদ, পোর্তো, উলভারহ্যাম্পটন হয়ে ২০২০ সালে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পাশাপাশি পর্তুগালের হয়ে জিতেছেন নেশনস লিগের শিরোপাও।
একসঙ্গে দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ ফুটবলবিশ্ব। যিনি কেবল ফুটবলে নন, পরিবারেও সদ্য এক নতুন অধ্যায় শুরু করেছিলেন, সেই জোতার চলে যাওয়া—অসহনীয় ও অপূরণীয় ক্ষতি।
স্কাই স্পোর্টস, মার্কা, ও বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, স্পেনের জামোরা প্রদেশে এ–৫২ মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ২৮ বছর বয়সী জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা। স্পেনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও স্থানীয় দমকল বিভাগ নিশ্চিত করেছে—গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
জোতার ভাই আন্দ্রেও ছিলেন পেশাদার ফুটবলার। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন তিনি। বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।
২০১৪ সালে পাকোস দে ফেরেইরায় পেশাদার ক্যারিয়ার শুরু করে, আতলেতিকো মাদ্রিদ, পোর্তো, উলভারহ্যাম্পটন হয়ে ২০২০ সালে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পাশাপাশি পর্তুগালের হয়ে জিতেছেন নেশনস লিগের শিরোপাও।
একসঙ্গে দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ ফুটবলবিশ্ব। যিনি কেবল ফুটবলে নন, পরিবারেও সদ্য এক নতুন অধ্যায় শুরু করেছিলেন, সেই জোতার চলে যাওয়া—অসহনীয় ও অপূরণীয় ক্ষতি।