‘হেরা ফেরি ৩’

পরেশ রাওয়াল ফিরতেই সুনীল শেঠির রসিকতা!

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৪১:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৪১:৪৬ অপরাহ্ন
‘হেরা ফেরি’ মানেই অক্ষয় কুমার, সুনীল শেঠি আর পরেশ রাওয়াল—তিন তারকার চমৎকার রসায়ন। বহু নাটকীয়তা ও অপেক্ষার পর শেষমেশ সেই ত্রয়ীর প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় কিস্তিতে। এরই মধ্যে পরেশ রাওয়াল নিজেই নিশ্চিত করেছেন, ছবির যাবতীয় জটিলতা কেটে গেছে, এবং তিনি ফিরছেন এই ফ্র্যাঞ্চাইজিতে।

সম্প্রতি এক পডকাস্টে পরেশ রাওয়াল বলেন, “ছবিটা অনেক আগেই আসতে পারত। কিন্তু সবাইকে এক ছন্দে আসতে সময় লেগেছে। এই ছবির সঙ্গে এক ধরনের দায়বদ্ধতা জড়িয়ে আছে, কারণ এটা নিখাদ আনন্দ দেয়।”

এর আগে চিত্রনাট্য ও প্রযোজনাগত মতানৈক্যের কারণে প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এতে ভক্তদের হতাশা ছিল প্রবল। তবে এখন সবকিছু মিটে যাওয়ায় দর্শকেরাও খুশি।

পরেশের ফেরার খবরে উচ্ছ্বসিত সুনীল শেঠিও বলেন, “সব ঠিকঠাক হয়েছে। ছবি মুক্তির পরই বিস্তারিত বলব।” এরপর রসিকতা করে যোগ করেন, “হেরা ফেরি নিয়ে বেশি বললেই কনফিউজড হয়ে যাব!”

তৃতীয় কিস্তিও আগের মতোই হবে নিখাদ পারিবারিক বিনোদনে ভরপুর।

প্রসঙ্গত, পরেশ রাওয়ালকে সম্প্রতি দেখা গেছে ‘দ্য স্টোরি টেলার’-এ, যেখানে তিনি এক বাঙালি গল্পকারের চরিত্রে অভিনয় করেছেন। সামনে রয়েছে আরও একাধিক কাজ—‘নিকিতা রায়’, ‘ভূত বাংলা’ এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সহ বেশ কিছু প্রজেক্টে তাকে দেখা যাবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv