দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারির পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৬:১০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৬:১০:১৪ অপরাহ্ন
নারী ও শিশু নির্যাতন বর্তমানে মহামারির রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শুধু জুন মাসের প্রথম ১০ দিনেই ২৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার জন্য তিনি রাজনীতি, মাদক এবং পর্নোগ্রাফিকে দায়ী করেন।

শারমীন মুরশিদ বলেন, সরকার নারী ও শিশু নির্যাতন বন্ধে নতুন আইন প্রণয়নের চিন্তা করছে। বিশেষ করে মাদ্রাসাগুলো, যেগুলো অনেক সময় নজরের বাইরে থাকে, সেখানেও শিশুদের যৌন নির্যাতনের শিকার হওয়ার ঘটনা ঘটছে। এসব বিষয়েও কঠোর অবস্থান নিচ্ছে সরকার।

তিনি জানান, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সারাবছরব্যাপী কর্মসূচি গ্রহণ করা হবে এবং যেকোনো ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে কুইক রেসপন্স টিম পাঠানো হবে। ইতোমধ্যে মুরাদনগরের একটি ধর্ষণের ঘটনায় ইউএনওকে প্রধান করে টিম গঠন করে কাজ শুরু করা হয়েছে।

উল্লেখ করে বলেন, এখন পর্যন্ত দুই লাখ ৮১ হাজার ৪৪৫টি নারী ও শিশু নির্যাতনের অভিযোগ জমা পড়েছে। তবে মন্ত্রণালয়ের একার পক্ষে সব অভিযোগের সমাধান সম্ভব নয়। তারপরও যেসব অভিযোগ তাৎক্ষণিক ও জনগুরুত্বপূর্ণ, সেগুলোর দ্রুত সমাধান দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, শতাধিক নারীকে কাউন্সেলিং ও আইনি সহায়তা দিয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv