
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সভা থেকে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার সিইও মার্ক জাকারবার্গকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে ব্যবসায়ী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দ্য নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যৎ এফ-৪৭ স্টিলথ ফাইটার জেট নিয়ে ওভাল অফিসে বৈঠক চলাকালীন জাকারবার্গ সেখানে প্রবেশ করেন। তবে তখনকার নিরাপত্তা উদ্বেগ ও অনুমতি না থাকায় তাকে অফিসের বাইরে অপেক্ষা করতে বলা হয়।
এনবিসি নিউজের বরাত দিয়ে বলা হয়েছে, গত শীতকালে হোয়াইট হাউস সফরের সময় ট্রাম্পের ওভাল অফিসে সামরিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। ঠিক তখনই জাকারবার্গ হঠাৎ করে ভেতরে প্রবেশ করলে, কর্মকর্তারা তাকে বের হয়ে যেতে বলেন।
তবে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য নিউইয়র্ক পোস্টকে বলেন, এই ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে জাকারবার্গ ভেতরে এসে কেবল ‘হ্যালো’ বলেন এবং এরপর অন্য একটি বৈঠকের কারণে তিনি নিজ থেকেই চলে যান।
ঘটনার বিষয়ে জানতে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যৎ এফ-৪৭ স্টিলথ ফাইটার জেট নিয়ে ওভাল অফিসে বৈঠক চলাকালীন জাকারবার্গ সেখানে প্রবেশ করেন। তবে তখনকার নিরাপত্তা উদ্বেগ ও অনুমতি না থাকায় তাকে অফিসের বাইরে অপেক্ষা করতে বলা হয়।
এনবিসি নিউজের বরাত দিয়ে বলা হয়েছে, গত শীতকালে হোয়াইট হাউস সফরের সময় ট্রাম্পের ওভাল অফিসে সামরিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। ঠিক তখনই জাকারবার্গ হঠাৎ করে ভেতরে প্রবেশ করলে, কর্মকর্তারা তাকে বের হয়ে যেতে বলেন।
তবে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য নিউইয়র্ক পোস্টকে বলেন, এই ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে জাকারবার্গ ভেতরে এসে কেবল ‘হ্যালো’ বলেন এবং এরপর অন্য একটি বৈঠকের কারণে তিনি নিজ থেকেই চলে যান।
ঘটনার বিষয়ে জানতে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।