সর্দি-কাশি কমাতে উপকারী ৫ পানীয়

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০১:৩০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০১:৩০:২৮ অপরাহ্ন
বর্ষাকালে ঠাণ্ডা লাগা, হাঁচি-কাশি, জ্বর, মাথাব্যথা, গলাব্যথা যেন নিত্যসঙ্গী হয়ে ওঠেছে অনেকের জন্য। এই সময় শরীর দুর্বল হয়ে পড়ে, মনেও ক্লান্তি জমে। তবে কিছু সহজ ঘরোয়া পানীয় এ সময় উপশম দিতে পারে। বিশেষজ্ঞরাও মনে করেন, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণ রুখতে পারে কিছু প্রাকৃতিক উপাদান।


চলুন, জেনে নিই এমনই ৫টি উপকারী পানীয় যা বর্ষায় আপনার সর্দি-কাশির কষ্ট কমাতে পারে।

মধু ও দারচিনির চা

গলা খুসখুসে? সর্দিতে কথা কষ্টকর? তাহলে দারচিনি দিয়ে তৈরি এই পানীয় হতে পারে আরামদায়ক। পানি ফুটিয়ে তাতে দারচিনি দিন। চাইলে সামান্য চা পাতা মেশাতে পারেন।শেষে মধু মিশিয়ে পান করুন। এটি শুধু গলাব্যথা থেকে স্বস্তি দেয় না, কোলেস্টেরল ও রক্তে চিনি নিয়ন্ত্রণেও সহায়ক।

মাচা টি

ওজন কমাতে মাচা টি অনেকেই পান করেন, তবে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতেও কার্যকর। মাচা চায়ে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডে।যা সংক্রমণের বিরুদ্ধে লড়তে শরীরকে সাহায্য করে।


গ্রিন টি


বর্ষায় সর্দি-কাশি কমাতে গ্রিন টি এক বিশ্বস্ত সহায়। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট, যা শরীরের প্রদাহ কমায়। চাইলে চায়ের সঙ্গে আদাও ফুটিয়ে নিতে পারেন— তাতে উপকার দ্বিগুণ।

ক্যামোমাইল চা

সর্দি-কাশির সঙ্গে ঘুমের সমস্যা? ক্যামোমাইল চা হতে পারে সমাধান।এটি শুধু গলার সমস্যা দূর করে না, মাথাব্যথা ও ঘুমের সমস্যা থেকেও মুক্তি দেয়। বর্ষার রাতে আরামদায়ক ঘুমে সাহায্য করে এই হালকা সুগন্ধী চা।
আদা-তুলসীর চাআদা ও তুলসীর সংমিশ্রণে তৈরি চা প্রাকৃতিক অ্যান্টিসেপটিকের মতো কাজ করে। পানিতে আদা ও তুলসীপাতা ফুটিয়ে নিন, চাইলে চা পাতা, লবঙ্গ ও মধুও মিশিয়ে নিতে পারেন। এই পানীয় সর্দি-কাশির হাত থেকে রেহাই দেয়, সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করে।



বর্ষায় সংক্রমণের হাত থেকে বাঁচতে শুধু ওষুধ নয়, প্রয়োজন ঘরোয়া সচেতনতা ও সঠিক খাবারদাবার। এই ধরনের পানীয় প্রতিদিনের রুটিনে রাখলে শরীর থাকবে সতেজ, রোগ প্রতিরোধক্ষমতাও বাড়তে সাহায্য করে।


সূত্র : এই সময়

 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv