মধ্যরাতে হলের তালা ভেঙে বেরিয়ে বিক্ষোভে ছাত্রীরা

আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৮:২৪:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:২৪:৫৩ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে রোকেয়া হল ও শামসুন্নাহার হলের একদল ছাত্রী হলের ফটকের তালা ভেঙে বেরিয়ে এসে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভে অংশগ্রহণ করেন।বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মিছিল করেন। এ সময় তারা 'ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর', 'হলে হলে রাজনীতি চলবে না, চলবে না' ইত্যাদি স্লোগান দেন।পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত প্রায় আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. নিয়াজ আহমদ বাসভবনের সামনে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।




এ সময় শিক্ষার্থীরা বলেন, আজ ঢাবিতে আবার জুলাই নেমে এসেছে। জুলাইয়ের অঙ্গীকার হলগুলোকে রাজনীতিমুক্ত রাখা। কিন্তু এখন হলগুলোতে গুপ্ত ও সুপ্ত রাজনীতি চলছে। অনতিবিলম্বে আমরা হলে রাজনীতি বন্ধ দেখতে চাই।এর আগে রোকেয়া হলের শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন, যেখানে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়। একই দাবিতে সুফিয়া কামাল হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরাও স্মারকলিপি দিয়েছেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং হলের পরিবেশ শান্ত রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।



এর আগে শুক্রবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এরপর থেকেই একের পর এক হলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং মধ্যরাতে তা প্রতিবাদে রূপ নেয়


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv