অ্যাডিডাসের বিরুদ্ধে নকলের অভিযোগ মেক্সিকোর

আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৩:৩৮:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৩:৩৮:৪৫ অপরাহ্ন

নকলের অভিযোগ উঠলো বিশ্বখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাস এর বিরুদ্ধে। মেক্সিকোর ব্যবসায়ীদের দাবি, তাদের ঐতিহ্যবাহী জুতা ‘হুয়ারাচের’ নকশায় তৈরি করা হয়েছে অ্যাডিডাসের নতুন মডেল ‘ওয়াক্সাকা স্লিপ-অন’।

 

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘ওয়াক্সাকা স্লিপ-অন’ মডেলের জুতা, যার নকশা করেছেন মার্কিন ডিজাইনার উইলি চাভারিয়া। স্যান্ডেলগুলোতে রয়েছে পাতলা চামড়ার স্ট্র্যাপ, যার সাথে মিল রয়েছে ঐতিহ্যবাহী মেক্সিকান জুতা হুয়ারাচের। পাতলা চামড়ার পরিবর্তে, অ্যাডিডাস জুতাগুলোতে আরও মোটা সোল ব্যবহার করেছে।


 

মেক্সিকোর ওয়াক্সাকার রাজ্যের ব্যবসায়ীদের দাবী, তাদের ঐতিহ্যবাহী হুয়ারাচে জুতার সাথে হুবহু মিলে যায় ডিজাইনটি। অঞ্চলটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালিকাশক্তি এই জুতা, যা আদিবাসীদের তৈরি হস্তশিল্প।সারা দেশে প্রায় পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল। অ্যাডিডাসের নতুন মডেলকে তাদের জুতার সস্তা কপি বলেও বিদ্রুপ করেন মেক্সিকানরা।


 

হুয়ারাচ জুতা বিক্রেতা সুসানা গার্সিয়া বলেন, এই পণ্যটি হস্তশিল্প। এই স্যান্ডেল তৈরিতে একজন কারিগরের এক সপ্তাহ সময় লাগে। এটা অ্যাডিডাস এর মতো মেশিনে তৈরী নয়। আমাদের কারিগররা শতভাগ আসল চামড়া ব্যবহার করে , যা তাদের পক্ষে সম্ভব না। অ্যাডিডাসের কারণে এই বুননের ঐতিহ্য হারিয়ে যাবে।


 

হুয়ারাশে স্যান্ডেল কারিগর মারিও রুইজ অ্যালেন্ডে বলেন, তারা আমাদের উপহাস করছে, অনুকরণ করছে। কিন্তু কোনো সমাধান নেই। সবার উচিৎ আমাদের শিল্পকে মর্যাদা দেওয়া, যাতে এটি এগিয়ে যেতে পারে।


 

অ্যাডিডাসকে জুতার মডেলটি বাজার থেকে সরিয়ে নিতে বলেছে মেক্সিকো কর্তৃপক্ষ। এই ইস্যুতে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমও। জানিয়েছেন, ইতোমধ্যেই মেক্সিকো কর্তৃপক্ষের সাথে ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে আলোচনা করছে অ্যাডিডাস।

সূত্র: এপি, সিএনএন নিউজ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv