ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাজমুল হক বাপ্পীর শিল্প আয়োজন “আমার শিল্পের অন্তরকথন”

আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০১:৪০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০১:৪২:২৪ অপরাহ্ন

জনপ্রিয় চিত্রশিল্পী, নাট্যনির্মাতা এবং ইউডা চারুকলার সহকারী অধ্যাপক মো. নাজমুল হক বাপ্পীর শিল্পকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ আয়োজন করতে যাচ্ছে বিশেষ নান্দনিক অনুষ্ঠান “আমার শিল্পের অন্তরকথন”।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য শিল্পী ও প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। এছাড়া আলোচক হিসেবে থাকবেন গোপাল চন্দ্র ত্রিবেদী, চেয়ারম্যান প্রাচ্যকলা বিভাগ, এবং জনাব ইসরাফিল রতন, সহযোগী অধ্যাপক ও প্রক্টর, গ্রাফিক ডিজাইন বিভাগ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ চঞ্চল।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে শিল্পচর্চায় সক্রিয় নাজমুল হক বাপ্পী দেশে-বিদেশে একাধিক একক প্রদর্শনী করেছেন এবং এক ডজনেরও বেশি পুরস্কার অর্জন করেছেন। প্রকৃতিপ্রেমী এই শিল্পীর ক্যানভাসে বারবার ফুটে উঠেছে মাটির গন্ধ, সবুজ প্রকৃতির স্নিগ্ধতা, পাহাড় কিংবা সমুদ্রের রূপ। আসন্ন অনুষ্ঠানে তিনি নিজের শিল্পজীবন এবং চিত্রকলা বিষয়ক অন্তর্দৃষ্টি তুলে ধরবেন।

চিত্রকলার পাশাপাশি নাট্যনির্মাণেও সমানভাবে দক্ষতা দেখিয়েছেন বাপ্পী। তার নির্মিত অসংখ্য নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানটিতে শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী এবং শিল্পানুরাগীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, “আমার শিল্পের অন্তকথন” অনুষ্ঠানটি আগামী ১৯ আগস্ট ২০২৫, সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv