কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৩:৫৮:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৩:৫৮:২০ অপরাহ্ন
জনপ্রিয় মোবাইল ব্যাটল রয়্যাল গেম পাবজি মোবাইল এখন আর শুধু একটি গেম নয়, বরং রূপ নিয়েছে এক পূর্ণাঙ্গ সৃজনশীল প্ল্যাটফর্মে। গেমটির নতুন ফিচারগুলো খেলোয়াড়দের নিজস্ব কনটেন্ট তৈরি ও শেয়ার করার সুযোগ দিচ্ছে।

পাবজি মোবাইলের পিটোপিয়া ডিজাইন প্রোজেক্টে ইতিমধ্যেই সক্রিয় রয়েছেন ২ লাখ ৫০ হাজারেরও বেশি নির্মাতা। এ পর্যন্ত জমা পড়েছে ১০ লাখের বেশি ডিজাইন। অপরদিকে, ওয়ার্ল্ড অব ওয়ান্ডার ফিচারটিও অর্জন করেছে বিশাল সাফল্য— যেখানে তৈরি হয়েছে ৩.৩ মিলিয়নের বেশি কাস্টম মানচিত্র এবং খেলা হয়েছে প্রায় ২৪ বিলিয়নেরও বেশি ম্যাচ।

এতে করে পাবজি মোবাইল আজ একটি ক্রমবর্ধমান ও পরিবর্তনশীল ভার্চুয়াল দুনিয়ায় রূপ নিয়েছে, যার নিয়ন্ত্রণ মূলত খেলোয়াড় কমিউনিটির হাতেই। ফলে তারা শুধু গেম খেলছেন না, বরং নিজেরাই হয়ে উঠছেন কনটেন্ট নির্মাতা।

পাবজি মোবাইল মূলত ব্যাটলগ্রাউন্ড গেমের উপর ভিত্তি করে তৈরি, যা ২০১৭ সালে গেমিং দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল। যেখানে ১০০ জন খেলোয়াড় একটি দূরবর্তী দ্বীপে নেমে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য লড়াই করে। গেমটি ডেভেলপ করেছে টেনসেন্ট গেমসের লাইটস্পিড স্টুডিও এবং ক্রাফটন ইনক।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv