গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে বিক্ষোভ

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১০:২৮:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১০:২৮:৪৩ পূর্বাহ্ন

গাজায় ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আবারও সরব হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী সানায় আয়োজিত হয় এক বিশাল জনসমাবেশ। খবর রয়টার্সের।



ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য জড়ো হয় লাখ লাখ বিক্ষুব্ধ জনতা। এদের মধ্যে বেশির ভাগই হুতি সমর্থক। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। সমাবেশে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার দেখা যায় তাদের হাতে।

গাজায় হামলার শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইয়েমেন। দুই দেশের মধ্যে হামলারও ঘটনা ঘটে এই ইস্যুতে। প্রায় প্রতি সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতির জন্য মিছিল করে ইয়েমেনবাসী।





প্রসঙ্গত, গাজা সিটিতে আগ্রাসনের মাত্রা ও পরিধি আরও বাড়িয়েছে ইসরায়েল। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নির্বিচার হামলায় উপত্যকাজুড়ে প্রাণ গেছে আরও ৬৫ জনের, যার মধ্যে ১৪ জন একই পরিবারের সদস্য। গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি প্রায় ৬৩ হাজার।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv