জেসিআই বাংলাদেশের দ্বিতীয় ন্যাশনাল গভর্নিং বডির মিটিং

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৪৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৪৫:৫০ অপরাহ্ন
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের দ্বিতীয় ন্যাশনাল গভর্নিং বোর্ডের বৈঠক রাজধানীর ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই বৈঠক চলে।

মিটিংয়ের সভাপতিত্ব করেন জেসিআই বাংলাদেশের বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ। বৈঠকে সংগঠনটির নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মুখ্য আলোচ্য বিষয় ছিল দীর্ঘ নয় মাস ধরে আলোচিত ন্যাশনাল ট্রেজারি রিপোর্ট।

উক্ত প্রতিবেদনে জেসিআই বাংলাদেশের একাধিক অনুষ্ঠানের আর্থিক খাতের সঠিক হিসাব পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। এ প্রেক্ষিতে উপস্থিত ৪৯ জন বোর্ড সদস্যের মধ্যে ৩১ জন বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্টের প্রতি অনাস্থা জানিয়ে ‘নো-কনফিডেন্স’ প্রস্তাবের পক্ষে মত দেন।

এসময় বোর্ড সদস্যরা ট্রাস্টিদের প্রতি আহ্বান জানান, যাতে দ্রুত সাংগঠনিক যাচাই-বাছাই, আর্থিক অডিট এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হয়।

এছাড়া মিটিংয়ে ২০২৫ সালের অবশিষ্ট সময়ের জন্য জেসিআই বাংলাদেশের সব জাতীয় অনুষ্ঠান, কার্যক্রম ও আর্থিক লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv