তুরস্ক, সিরিয়া ও কাতার ‘শয়তানের নতুন অক্ষ’: ইসরাইলি মন্ত্রী

আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১০:০৮:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ১০:০৮:৫২ পূর্বাহ্ন
ইসরাইলের প্রবাসী ও ইহুদিবিদ্বেষ মোকাবেলা বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছেন, ‘শয়তার নতুন অক্ষ’ হলো তুরস্ক, সিরিয়া ও কাতার। এই তিন দেশকে ইরানের সঙ্গে তুলনা করে বলেন, ‘এটা হলো নতুন ইরান’।


হামাস নেতাদের হত্যার লক্ষ্যে কাতারের দোহায় ইসরাইলি বিমান হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেরুসালেম পোস্ট কূটনৈতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। খবর জেরুসালেম পোস্টের।

 

প্রতিবেদন মতে, চিকলি মূলত তুরস্ক ও এর নেতা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে লক্ষ্য আক্রমণ শানিয়েছেন। তিনি এরদোয়ানের দৃষ্টিভঙ্গিকে ‘নব্য-অটোমান দৃষ্টিভঙ্গি’ বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন, এই তুর্কি নেতা অটোমান সাম্রাজ্য ফিরিয়ে আনতে চান।


 
চিকলির কথায়, ‘তিনি (এরদোয়ান খোলাখুলি বলছেন যে, জেরুজালেমকে তার সাম্রাজ্যের অংশ হতে হবে। তিনি প্রকাশ্যেই বলছেন যে, আমাদের ইসরাইল রাষ্ট্রকে ধ্বংস করতে হবে।’
 

 
এই ইসরাইলি মন্ত্রী এরদোয়ানকে ‘একনায়ক’, ‘গোড়া ইসলামপন্থি’ এবং ‘পশ্চিমা সভ্যতার শত্রু’ বলেও উল্লেখ করেন। এমনকি তাকে ব্রাদারহুডের অংশ বলেও দাবি করেন তিনি। তার কথায়, ‘আসলে তিনি মুসলিম ব্রাদারহুডের অংশ।’
 
গত সপ্তাহে কাতারের দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এ সময় হামাস নেতারা যুক্তরাষ্ট্র–সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। নজিরবিহীন ওই হামলায় অন্তত ছয়জন নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতারা অল্পের জন্য বেঁচে যান। এ ঘটনায় আরব ও মুসলিম দেশগুলোসহ বিশ্বের নানা প্রান্তে নিন্দার ঝড় ওঠে।
 
ওই হামলার প্রতিক্রিয়ায় গত সোমবার (১৫ সেপ্টেম্বর) কাতারের দোহায় আরব ও মুসলিম দেশগুলোর একটি জরুরি সম্মেলন অনুষ্ঠিত হয়। আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ সম্মেলনে প্রায় ৬০টি সদস্যদেশ অংশ নেয়।
 

 
সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো কাতারের প্রতি সংহতি এবং গত সপ্তাহে দোহায় ইসরায়েলি বোমা হামলার নিন্দা জানিয়েছে। আরব ও মুসলিম দেশগুলোর নেতারা বলেছেন, ইসরাইলের নজিরবিহীন আগ্রাসনের মধ্যে একটি ঐক্যবদ্ধ বার্তা দেয়ার জন্য এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv