কলকাতায় বাংলায় লেখা সাইনবোর্ড বাধ্যতামূলক করা হলো

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১০:৪৯:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১০:৪৯:০০ পূর্বাহ্ন
দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠানে সাইনবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করেছে কলকাতা পৌরসভা। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে বাতিল হতে পারে ট্রেড লাইসেন্স। হতে পারে জরিমানাও।

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সাইনবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতা পৌরসভা নির্দেশ দিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব সাইনবোর্ডে অন্য ভাষার পাশাপাশি বাংলায় লেখা থাকতে হবে। নির্দেশ অমান্য করলে বাতিল হতে পারে ট্রেড লাইসেন্স, এমনকি নগদ জরিমানাও করা হবে।

 

কলকাতা পৌরসভার হিসাব অনুযায়ী, শহরে নথিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৬ লাখ। আর অনিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ১০ লাখেরও বেশি।


 
কলকাতা শহরজুড়ে সর্বত্রই চোখে পড়ে ইংরেজি ও হিন্দি ভাষার সাইনবোর্ড। অথচ শহরের অধিকাংশ মানুষ বাংলায় কথা বললেও সাইনবোর্ডে তেমন প্রাধান্য দেখা যায় না। বরং সাম্প্রতিক সময়ে আগের তুলনায় বাংলা লেখার প্রবণতা কমে গেছে।
 

 
পরিস্থিতি বিবেচনা করে এবার কলকাতা পৌরসভা কঠোর অবস্থান নিয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলায় নাম ওপরের অংশে স্পষ্টভাবে থাকতে হবে। অন্যান্য ভাষায় নাম লেখার অনুমতি থাকলেও বাংলা বাধ্যতামূলক করা হয়েছে।
 
২০৬ বর্গকিলোমিটার আয়তনের এই শহরের ১৪৪টি ওয়ার্ড এ সিদ্ধান্তের আওতায় থাকবে। না মানলে অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলের পাশাপাশি আর্থিক জরিমানার মুখে পড়তে হবে। পৌর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে, যদিও রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও।
 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv