হানিয়া এখন ঢাকায়, আজ শেরাটনে দেখা করতে পারবেন ভক্তরা

আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৯:৩১:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৯:৩১:২৯ পূর্বাহ্ন
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় এসেছেন। ঢাকায় অবস্থানকালে ভক্তদের সাথে দেখা এবং মতবিনিময় করবেন অভিনেত্রী। এছাড়া তিনি ঢাকায় অবস্থানকালে অংশ নেবেন একাধিক অনুষ্ঠানে।


এর আগে বাংলাদেশে আসার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে আবেগী বার্তা দেন হানিয়া। 

 


নিজের একটি ছবি আপলোড করে ক্যাপশনে বাংলায় লেখেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?

এদিকে শুক্রবার বিকেলে আহসান মঞ্জিলে বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব, মডেল এবং অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত ছিলেন হানিয়া।

 


 
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। 

তিনি আশা করছেন, বাংলাদেশে থাকার মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশি ভক্তদের কাছ থেকে দেখার সুযোগ হলে।

 


  
আগামী ২১ সেপ্টেম্বর হানিয়া আমির অংশ নেবেন একটি এক্সক্লুসিভ ফটোশুটে। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে। 

বাংলাদেশে হানিয়া আমিরের নাটক ও সিনেমা আগেই জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে তার অভিনীত ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আন্না’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘মুক পেয়ার হুয়া থা’-এর মতো আলোচিত নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv