কুইচৌতে উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০২:২১:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০২:২১:৪০ অপরাহ্ন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুইচৌ প্রদেশে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) যান চলাচলের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক পরিবহন কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর সিএমজির।

 

সেতুটি পানির ওপর থেকে ৬২৫ মিটার উচ্চতায় অবস্থিত। এর মূল স্প্যানের দৈর্ঘ্য ১ হাজার ৪২০ মিটার। পাহাড়ি ক্যানিয়নের ওপর নির্মিত এটি বিশ্বের সবচেয়ে বড় স্প্যানের স্টিল ট্রাস সাসপেনশন ব্রিজ। এতে ব্যবহার করা হয়েছে আধুনিক বায়ুপ্রতিরোধী নকশা।

 

 

 

প্রাদেশিক পরিবহন বিভাগের পরিচালক চাং ইয়িন জানান, সেতুটি চালু হলে দুই তীরের ভ্রমণ সময় দুই ঘণ্টা থেকে কমে মাত্র দুই মিনিটে নেমে আসবে।

 

 

 

সেতুর পাশেই গড়ে তোলা হয়েছে একটি পর্যটন অঞ্চল। সেখানে থাকছে বানজি জাম্পিং, টাওয়ার টপ ক্যাফে ও ভূতাত্ত্বিক সংস্কৃতি জাদুঘর। বছরে দশ লাখেরও বেশি পর্যটক এখানে ভ্রমণ করবেন বলে আশা করছে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের মতে, সেতুর কারণে স্থানীয় কৃষিপণ্যের বিক্রি বাড়বে এবং হোমস্টে, রেস্তোরাঁসহ অন্যান্য ব্যবসার বিকাশ ঘটবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv