নরওয়েতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ, আটক ১ কিশোর

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১০:০৩:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১০:০৩:১৯ পূর্বাহ্ন
নরওয়ের রাজধানী অসলোতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরিত হয়েছে। এতে সংশ্লিষ্টতার অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে অসলো পুলিশ।অসলো পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুখপাত্র ব্রায়ান স্কোটনে বার্তাসংস্থা এএফপিকে বলেন, “আমরা এক জনকে গ্রেপ্তার করেছি এবং এ ঘটনার সঙ্গে আরও লোকজন সংশ্লিষ্ট কি না— তা জানার চেষ্টা করছি। আমাদের প্রাথমিক ধারণা হলো, কোনো পক্ষকে ফাঁসানোর জন্য এই বিস্ফোরণ ঘটানো হয়েছে; তবে আমরা কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না।গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য দিতে চাননি ব্রায়ান। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সে একজন কিশোর এবং বয়স ১৩ বছর।




গত সোমবার সন্ধ্যায় অসলোর রাজকীয় প্রাসাদ ও ইসরায়েলের দূতাবাসের কাছে একটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর কয়েক ঘণ্টা পর কাছাকাছি এলাকাতেই আরও একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।উদ্ধার করা বোমাটি একটি হ্যান্ড গ্রেনেড এবং এ ধরনের হ্যান্ড গ্রেনেড সামরিক বাহিনী ব্যবহার করে জানিয়েছেন ব্রায়ান স্কোটনে। আগের যে বিস্ফোরণটি ঘটেছিল, সেটিও হ্যান্ড গ্রেনেডেরই ছিল।যে এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে, সেখান থেকে ইসরায়েলের দূতাবাসের দূরত্ব মাত্র ৫০০ গজ।




প্রসঙ্গত, গত দুই বছর ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সামরিক অভিযানের জেরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ইউরোপে। গত আগস্টে নেদারল্যান্ডসের হেগ শহরে ইসরালের দূতাবাসে ভাঙচুর চালানো হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।এর আগে গত এপ্রিলে লন্ডনে ইসরায়েলের দূতাবাসে ছুরি নিয়ে প্রবেশ করেছিল এক ব্যক্তি। তবে কোনো প্রকার সহিংসতার আগেই তাকে আটক করেছিল পুলিশ।



সূত্র : এএফপি


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv