‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ দেয়া হবে ২৫ অক্টোবর

আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০৯:০২:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০৯:০২:১৫ পূর্বাহ্ন
ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এবার ১৯টি ক্যাটাগরিতে আগামী ২৫ অক্টোবর (শনিবার) এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর আল করিম লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন।

দ্যা বিজনেস ডেইলির হেড অফ অপারেশনস ডা. তৃণা ইসলামের সঞ্চালনায় ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ এর জুরি বোর্ডের সদস্য মাইটিভির প্রোগ্রাম অ্যান্ড অনলাইন সম্পাদক বদরুল আলম নাবিল, প্রথম আলোর ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্টের সহকারী মহাব্যবস্থাপক ও লিড (হেড) রুহুল আমিন রনি, ভোরের কাগজের হেড অফ অনলাইন মিজানুর রহমান সোহেল, অ্যাডফিনিক্সের কো-ফাউন্ডার এন্ড সিইও লুৎফী চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান রবিন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও ইনোভেশনে উৎসাহিত করা, যুগের সাথে তাল মিলিয়ে গণমাধ্যমকে আরও এগিয়ে নেওয়া, সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া; সর্বোপরি অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সম্মাননা প্রদানের ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এর আয়োজন করা হচ্ছে। সাংবাদিকতা পেশাকে আরও শক্তিশালী করা ও ডিজিটাল মিডিয়ার সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

দেলোয়ার হোসেন জানান, আগামী ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কন্টেন্ট লিংক আহ্বান করা হবে। জুরি বোর্ড জমাকৃত প্রতিবেদনগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদেরকে বাছাই করে তাদের সম্মাননা প্রদান করবে। এছাড়াও, বিশেষ ক্যাটাগরিতে কয়েকজনকে বিশেষ সন্মাননা প্রদান করা হবে।

‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’-এর জন্য টিভি, পত্রিকা, অথবা নিবন্ধিত কোন অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের লিংক – www.dmfbd.com

এবারের পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো- সেরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট (ডিজিটাল), সেরা বিজনেস রিপোর্টিং (ডিজিটাল), সেরা ফিচার/স্টোরিটেলিং, সেরা করপোরেট ডিজিটাল কমিউনিকেশনস টিম, সেরা ডিজিটাল ব্র্যান্ড ক্যাম্পেইন, সেরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (ইতিবাচক অবদান), উদীয়মান ডিজিটাল সাংবাদিক (Emerging Journalist), ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, জুরি স্পেশাল অ্যাওয়ার্ড – ব্যতিক্রমী কাজ বা বিশেষ অবদানের স্বীকৃতি, অনুসন্ধানী সাংবাদিকতা, প্রযুক্তি সাংবাদিকতা, মফস্বল সাংবাদিকতা, আলোচিত সংবাদ, সমাজে প্রভাব (Impact on Society), প্রবাস সাংবাদিকতা, মাল্টিমিডিয়া কনটেন্ট, ক্রীড়া সাংবাদিকতা ও বিনোদন সাংবাদিকতা।

জুরি বোর্ডের সদস্যরা হলেন- ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম, ঢাকা বিজনেসের সম্পাদক উদয় হাকিম, কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ, মাইটিভির প্রোগ্রাম অ্যান্ড অনলাইন সম্পাদক বদরুল আলম নাবিল, বাংলা ৫২ নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক কাজী আওলাদ হোসেন, প্রথম আলোর ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্টের সহকারী মহাব্যবস্থাপক ও লিড (হেড) রুহুল আমিন রনি, ভোরের কাগজের হেড অফ অনলাইন মিজানুর রহমান সোহেল, আমাদের সময়ের হেড অফ অনলাইন মইন বকুল, দৈনিক ইত্তেফাকের হেড অফ ডিজিটাল সরাফাত হোসেন, চ্যানেল ২৪-এর হেড অফ ডিজিটাল মিডিয়া রাজীব খান, দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ, আরটিভির হেড অফ ডিজিটাল এন্ড সোশ্যাল মিডিয়া এম এ এইচ এম কবির আহম্মেদ, আজকের পত্রিকার হেড অফ ডিজিটাল সেলস সিরাজুল ইসলাম সুমন, সমকালের অনলাইন ইনচার্জ গৌতম মণ্ডল, অ্যাডফিনিক্সের কো-ফাউন্ডার এন্ড সিইও লুৎফী চৌধুরী ও দ্যা বিজনেস ডেইলির হেড অফ অপারেশনস ডা. তৃণা ইসলাম।

উল্লেখ্য, ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) ১৭ জুন ২০২৩ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এটি দেশের ডিজিটাল সাংবাদিকতা ও মিডিয়া খাতে পেশাদারদের একটি অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বর্তমানে সংগঠনটি তার তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv