শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার দাবি ভিত্তিহীন : প্রেসসচিব

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:১৮:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:১৮:০৪ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে।তিনি বলেন, এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর (ডিজিএফআই) বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেয়নি সরকার। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।শফিকুল আলম বলেন, আমাকে উদ্ধৃত করে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, বর্তমানে অতিরিক্ত কোনো সামরিক সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই। জনগণকে এ ধরনের ভুয়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।




তার মতে, এসব বিভ্রান্তিকর গুজবের উদ্দেশ্য হলো সাধারণ জনগণ, বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করা। এই অপপ্রচার দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা। বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই অপচেষ্টা চলছে।





তিনি আরও বলেন, সরকার ডিজিএফআই বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেয়নি। বরং সরকার সংস্থাটির সীমান্তবর্তী ও বৈদেশিক গোয়েন্দা কার্যক্রমে মনোযোগ বাড়ানোর লক্ষ্যে কিছু সংস্কারের বিষয় বিবেচনা করছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv