চোরাকারবারির পেট থেকে বের হলো ৮ সোনার বার

আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০১:৫৬:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০১:৫৭:৩০ অপরাহ্ন
গ্রেফতার এড়াতে গিলে ফেলেছিলেন আটটি সোনার বার। কিন্তু শেষ রক্ষা হলো না আব্দুল আওয়ালের (৩৬)। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে পুলিশ। পরে এক্স-রে করে তার পেটে দেখা মেলে সোনার বার। পায়ুপথের মাধ্যমে বের করা হয় সেই বারগুলো। বুধবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর লবনচরা থানার সাচিবুনিয়া এলাকা থেকে গ্রেফতার হন আওয়াল। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সোনার একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সাচিবুনিয়া মোড় এলাকায় বসানো হয় চেকপোস্ট।

পুলিশ ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি করে। সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী ওই বাসের নির্দিষ্ট আসনের যাত্রী আব্দুল আউয়ালকে প্রথমে সোনার বিষয়ে জিজ্ঞাসা করলে অস্বীকার করেন। তাকে থানায় নিয়ে দেহ তল্লাশি করা হলে কোনো কিছু পাওয়া যায়নি।পরে তাকে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এক্স-রে করা হয়। সেখানে পেটের মধ্যে সোনার বার দেখা যায়। থানায় নেওয়ার পর বিশেষ কায়দায় পরপর আটটি বার বের করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv