শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৪:১২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৪:১২:১৪ অপরাহ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।শনিবার (১৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।





আইএসপিআর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো সেকশনের আগুন নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট।দুপুর আড়াইটার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে প্রথমে তাদের চারটি ইউনিট এবং পরে আরও ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন মোট ২৮ ইউনিট কাজ করছে।





তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv