সারা দিন খোঁজাখুঁজির পর রাতে সেপটিক ট্যাংকে মিলল ২ ভাইয়ের মরদেহ

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৪:৩৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৪:৩৮:১৩ অপরাহ্ন

ঢাকার ধামরাইয়ে প্রতিবেশীর সেপটিক ট্যাংকে পড়ে রাহিম ও ইয়াছিন নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের একজনের বয়স ৫ বছর, অপরজনের সাড়ে তিন বছর। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। রাহিম ও তার পরিবার বগুড়া থেকে ইয়াছিনদের বাড়িতে গত ১ মাস আগে বেড়াতে আসে।

 


শনিবার (১৮ অক্টোবর) দুই মামাতো ফুফাতো ভাইয়ের দাফন সম্পন্ন হওয়ার পরও বাড়িতে কান্নার রোল থামেনি।স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ইয়াছিন এবং আব্দুর রাহিম খেলতে বের হয়। সন্ধ্যার পর তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। মসজিদে মাইকিং করেও খোঁজে নিহত দুই শিশুর পরিবার।পরে রাত ১০ টার দিকে প্রতিবেশী আব্দুর রহিম পাশের একটি ভবনের সেফটিক ট্যাংকের ভেতর প্রথমে ইয়াসিনকে দেখতে পাওয়া যায়।  পরে একই ট্যাংকের ভেতর থেকে রাহিমেরও মরদেহ উদ্ধার করা হয়।




 
তবে কি কারণে স্পর্শকাতর সেফটিক ট্যাংক খোলা ছিল সে সম্পর্কে জানতে চাইলে লাইলী ভিলার মালিক লাইলী বেগম জানান, ট্যাংকের উপর ঢাকনা ছিলো, শিশুরা ভেতরে কিভাবে প্রবেশ করেছে এমন প্রশ্নে তিনি কিছু জানেন না বলে সময় সংবাদকে জানান।ইয়াছিন ও রাহিমের বোন অভিযোগ করে বলেন, এটা বাড়ির মালিকের গাফিলতির কারনে হয়েছে। আমরা এ ঘটনায় বাড়ির মালিকের শাস্তি চাই।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ। এদিকে নিহত দুই শিশুর পরিবার কোনো অভিযোগ না করায় আইনগত কোনো ব্যবস্থা গ্রহন করেনি বলে জানায় পুলিশ।
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv