
বরাবর এক বছর পর ইন্টার মায়ামির জার্সিতে হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেজর সকার লিগে (এমএলএস) নিয়মিত মৌসুমের একেবারে শেষ ম্যাচে এসে তিনি এই কীর্তি গড়লেন। যাতে ভর করে ন্যাশভিলে এসসিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। এর মধ্য দিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে তারা প্লে-অফে উঠেছে।
এর আগে ২০২৪ সালের ১৯ অক্টোবর সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন মেসি। আজ (১৯ অক্টোবর) একই দিনেই পেলেন মায়ামির জার্সিতে দ্বিতীয় হ্যাটট্রিক, যা তার পেশাদার ক্যারিয়ারে ৬০তম। এ ছাড়া ম্যাচটিতে একটি অ্যাসিস্টও করেছেন মেসি। সবমিলিয়ে এবারের এমএলএসে সর্বোচ্চ ২৯ গোল করে তিনি গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে আছেন। তার চেয়ে ৫ গোলে পিছিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ন্যাশভিলের স্যাম সারিজ ও লস অ্যাঞ্জলসের ডেনিস বুয়াঙ্গা।
এর আগে ২০২৪ সালের ১৯ অক্টোবর সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন মেসি। আজ (১৯ অক্টোবর) একই দিনেই পেলেন মায়ামির জার্সিতে দ্বিতীয় হ্যাটট্রিক, যা তার পেশাদার ক্যারিয়ারে ৬০তম। এ ছাড়া ম্যাচটিতে একটি অ্যাসিস্টও করেছেন মেসি। সবমিলিয়ে এবারের এমএলএসে সর্বোচ্চ ২৯ গোল করে তিনি গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে আছেন। তার চেয়ে ৫ গোলে পিছিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ন্যাশভিলের স্যাম সারিজ ও লস অ্যাঞ্জলসের ডেনিস বুয়াঙ্গা।